হানিফ পরিবহণের চালক ও সহকারীদের হাতে নিহত চট্টগ্রামের ছেলে ও বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র আলোচিত সাইদুর রহমান পায়েল হত্যা মামলার রায় আজ রোববার ঘোষণা করা হয়েছে। রায়ে অভিযুক্ত ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
চলন্ত বাস থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্র সাইদুর রহমান পায়েলকে (২১) নদীতে ফেলে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলেন, হানিফ পরিবহনের সুপারভাইজার জনি, চালক জামাল হোসেন ও সহকারি ফয়সাল হোসেন। এ মামলায় মোট ৯ জনের সাক্ষ্য নেয়া হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ২১ জুলাই রাতে চট্টগ্রামের বাসা থেকে ঢাকায় ফেরার পথে মুন্সিগঞ্জ এলাকায় হত্যার পর পায়েলের মরদেহ ফেলে দেয়া হয় নদীতে। ২৩ জুলাই মুন্সিগঞ্জের ভাটেরচর সেতুর নিচের খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।