30 June 2020

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৪ জন মানুষ মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ৬৪ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এই সময়ের মধ্যে নতুন করে ৩,৬৮২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪৫,৪৮৩ জনে।
গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ১,৮৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি আরও জানিয়েছেন যে গত ২৪ ঘণ্টায় আরও ১,৮৪৪ জন সুস্থ হয়েছেন, ফলে সুস্থ হওয়াদের মোট সংখ্যা দাঁড়ালো ৫৯,৬২৪ জনে।

29 June 2020

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪ জন আক্রান্ত, আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে নভেল করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ১৪ জন আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা ৩ হাজারের কোটায় থাকলেও গত ২৪ ঘণ্টায় তা বেড়ে আবারও ৪ হাজারের ঘরে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৮০১ জন ও মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৭৮৩ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ ও এই সময়ের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ জন এবং নারী ৯ জন।

সোমবার (২৯ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৪১৩টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৮৩৭টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৩৪টি নমুনা।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ।’

বুড়িগঙ্গায় ঞ্চডুবির ঘটনায়: ৩১ লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ১৫-২০

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লঞ্চডুবির ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩১ জনে। উদ্ধার হওয়া লাশগুলোর নাম পরিচয় এখনও জানা যায়নি। লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, আরও অন্তত ১৫-২০ জন নিখোঁজ রয়েছেন। 

সোমবার (২৯ জুন) দুপুর পৌনে ২টা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড। 

উদ্ধার হওয়া ৩১ লাশের মধ্যে ২৩ জন পুরুষ, ৫ জন নারী এবং ৩ শিশু রয়েছে। নিখোঁজ বাকিদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হায়াৎ ইবনে সিদ্দিক এই ৩১টি মরদেহ উদ্ধারের তথ্য ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৯টার দিকে ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামের ওই লঞ্চটি ডুবে যায়।

জানা যায়, সকাল পৌনে ৮টার দিকে মর্নিং বার্ড লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে ফরাশগঞ্জ এলাকায় ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ডুবে যায় সেটি। কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

ডুবে যাওয়া লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার ব্রেকিংনিউজকে জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন। এখনও তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধার অভিযান অব্যাহত আছে। 

28 June 2020

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৯৫ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৫০৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে।
শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

27 June 2020

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস নতুন করে সংক্রমণে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৪৬ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস নতুন করে সংক্রমণে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৪৬ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৬২১ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৬০৬ জন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এঁরা ৩২ জন পুরুষ এবং সাতজন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৬২১ জনের।
জানানো হয়, নতুন যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগের দুইজন, ময়মনসিংহ বিভাগের তিনজন এবং রংপুর বিভাগের চারজন। হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাসায় ১১ জন।

25 June 2020

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৯৪৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের

দেশে নভেল করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৯৪৬ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের। ফলে দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন ও মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২১ জনে।


গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ৭ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৫৮৬টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৯৯৯টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৪৪৩টি নমুনা। নমুনা সংগ্রহের চেয়ে নমুনা পরীক্ষা বেশি হয়েছে, কারণ পূর্বের কিছু নমুনা থেকে নমুনা পরীক্ষা হয়েছে।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮২৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৭ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সীদের মধ্যে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৮ জন, বাসায় মারা গেছেন ১১ জন।’ 

ডা. সুলতানা বলেন, ‘যে ৩৯ জন গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ৪ জন রয়েছেন।’

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৪৫ জন। ছাড় পেয়েছেন ৩৭৪ জন। এ পর্যন্ত মোট আইসোলেশনে গেছেন ২২ হাজার ৫০৬ জন। মোট ছাড় পেয়েছেন ৯ হাজার ৮০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ৪২৯ জন। 

ডা. সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ২ হাজার ৬৫৬ জন। এ পর্যন্ত মোট ৩ লাখ ৪৯ হাজার ৯৪৭ জন। ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ৬১৮ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ২ লাখ ৮৫ হাজার ৯৪৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ৯৯৮ জন।

24 June 2020

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৩ হাজার ৪৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের।

দেশে নভেল করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। ফলে দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ জন ও মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮২ জনে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ৯ জন।

বুধবার (২৪ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ২৪৫টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪৩৩টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৪৪৪টি নমুনা।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৬৬৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৯ শতাংশ।’

23 June 2020

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও  ৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪১২ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৫৪৫ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ১৯৮ জনে।
ঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

22 June 2020

১০ জেলার ২৭ এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণার পর সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার।

করোনাভাইরাস (কোভিড-১৯) রোগের বিস্তার ঠেকাতে দেশের ১০ জেলার ২৭ এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণার পর সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার।

রবিবার (২১ জুন) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুরের ২৭টি রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে।

কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে যে তিনটি জোনে ভাগ করা হচ্ছে, তার মধ্যে রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলে আগেই জানানো হয়েছিল।

নতুন করোনাভাইরাস সংক্রমণ প্রবণ এই এলাকাগুলোতে ২১ জুন থেকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে; যদিও এর কোনো কোনোটিকে ১৪ জুন থেকে রেড জোন ঘোষণার কথা প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।

জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।

কোনো কোনো রেড জোনে ২১ দিন সাধারণ ছুটি থাকবে, আদেশে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

21 June 2020

আজও ৩৫৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ৩৯ জনের মৃত্যু

দেশের করোনা ভাইরাসে প্রতিদিন শনাক্তের সংখ্যা ৩ হাজারের নিচে নামছে না। আজও আরও ৩৫৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে  ১৫ হাজার ৫৮৫ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২ হাজার ৩০৬ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় মরণঘাতি এই ভাইরাস প্রাণ নিয়েছে আরও ৩৯ জনের। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৬৪ জনে।

করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে রবিবার (২১ জুন) দুপুরে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এতথ্য জানানো হয়।

বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান,  আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৮৪ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪৫ হাজার ৭৭ জন।

তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৫ জন পুরুষ, চারজন নারী। হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৩ জনের, বাসায় মৃত্যু হয়েছে ছয়জনের। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহীর দুজন, খুলনা ও বরিশাল বিভাগের চারজন করে এবং সিলেট ও রাজশাহী বিভাগের একজন করে।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ১২ জন করে মৃত্যু হয়েছে ৪১-৫০ ও ৫১-৬০ বছর বয়সীদের। চারজনের বয়স ৬১-৭০ বছর, দুজনের বয়স ৭১-৮০; একজন করে মৃত্যু হয়েছে ০-১০, ৩১-৪০ ও ৮১-৯০ বছর বয়সীদের।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৩১ জনকে, ছাড় পেয়েছেন ৩৫৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৯০ জন। এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৮১৯ জনকে, ছাড় পেয়েছেন ২ হাজার ১৩২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬৩ হাজার ২০৫ জন।

20 June 2020

সাবেক সংসদ সদস্য "বদি" করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন।

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমণ্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ জুন) ভোর ৪টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থান অবনতি না ঘটলেও চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বদির একান্ত সহকারী হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন জানান, করোনার উপর্সগ দেখা দেয়ায় আবদুর রহমান বদি বৃহস্পতিবার বিকালে কক্সবাজারের হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সেদিনই রাত  ৮টার দিকে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে নিজের গাড়ি নিয়ে সড়ক পথে রওনা হন তিনি।

তিন আরও জানান, তারা  শারীরিক অবস্থা ভালো এবং তিনি সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন; যেন সুস্থ হয়ে আবার প্রিয় কক্সবাজারে ফিরতে পারেন।

কক্সবাজার মেডিকেল কলেজের করোনা পরীক্ষার নেতৃত্ব দেয়া সহকারী অধ্যাপক ডাক্তার শাহজাহান নাজির বলেন, শুক্রবার নমুনা পরীক্ষায় আবদুর রহমান বদির করোনা শনাক্ত হয়েছে। তবে তার স্ত্রীর করোনা নেগেটিভ এসেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে তাদের জানিয়ে দেয়া হয়েছে।

এদিকে আবদুর রহমান বদির স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আকতার শারীরিকভাবে অসুস্থ থাকায় বর্তমানে কক্সবাজারের নিজ বাসায় আছেন বলেও জানান হেলাল উদ্দিন।

করোনা ভাইরাসের ১০ কোটি ডোজ ভ্যাকসিন আসবে চলতি বছর,আগামী বছর ২০০ কোটি ডোজ উৎপাদিত হবে

চলতি বছরই করোনা ভাইরাসের ১০ কোটি ডোজ ভ্যাকসিন আসবে। এছাড়া আগামী বছর ২০০ কোটি ডোজ উৎপাদিত হবে, আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এ আশাবাদ ব্যক্ত করেন। খবর রয়টার্স।

সৌম্য স্বামীনাথন বলেন, ভ্যাকসিন অনুমোদনের পর প্রথম ডোজ কাকে দেয়া উচিৎ, সেটা সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য পরিকল্পনাও শুরু করেছে ডব্লিউএইচও। প্রথমে অগ্রাধিকারের ভিত্তিতে ফ্রন্টলাইনে কাজ করা চিকিৎসক, বয়স্ক বা অসুস্থ ব্যক্তি এবং কারাগার বা কেয়ার হোমের মতো উচ্চ সংক্রমণ ঝুঁকির স্থানগুলোতে কাজ করা কর্মীদের ভ্যাকসিন দেয়া হবে। 

তিনি বলেন, আমি আশান্বিত, আমি আশাবাদী। তবে ভ্যাকসিনের উন্নয়ন একটি জটিল প্রক্রিয়া ও কর্মযজ্ঞ, এটা অনেকটা অনিশ্চয়তার মধ্য দিয়েই আসে। আশার বিষয়টি হলো, আমাদের অনেকগুলো ভ্যাকসিন ও প্লাটফর্ম নিয়ে কাজ চলছে। তাই প্রথমটি যদি ব্যর্থও হয় বা দ্বিতীয়টিও ব্যর্থ হয়, তারপরও আমাদের আশা হারানোর কারণে নেই। আমাদের হাল ছেড়ে দেয়া উচিত নয়।

আগামী কয়েক মাসের মধ্যেই করোনার সংক্রমণ রোধ করা যাবে এ আশায় বিশ্বজুড়ে প্রায় ১০টি সম্ভাব্য ভ্যাকসিন এখন মানব শরীরে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ইতিমধ্যে অনেক দেশ ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণের আগেই ডোজ অর্ডার দেয়ার জন্য ওষুধ সংস্থাগুলোর সঙ্গে চুক্তি শুরু করেছে। 

স্বামীনাথন এ বছরই ১০ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে ‘আশাবাদ’ হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া ২০২১ সালে পৃথক তিনটি ভ্যাকসিনের ২০০ কোটি ডোজ প্রাপ্তির আশাকে ‘বিগ ইফ’ হিসেবে বর্ণনা করেছেন।

ডব্লিউএইচও’র এই বিজ্ঞানী আরও বলেন, এখন পর্যন্ত সংগৃহীত জিনগত বিশ্লেষণের তথ্য-উপাত্ত দেখিয়েছে যে, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অসুস্থতার তীব্রতাকে পরিবর্তন

তিন মাস পর খুলছে পবিত্র মসজিদুল হারামসহ সৌদি আরবের মক্কাসহ আরও দেড় হাজার মসজিদ।

প্রায় দীর্ঘ তিন মাস করোনা পরিস্থিতির কারণে বন্ধ রাখার পর খুলছে পবিত্র মসজিদুল হারামসহ সৌদি আরবের মক্কাসহ আরও দেড় হাজার মসজিদ।

রবিবার ( ২১ জুন) ফজরের সময় থেকে খুলছে মসজিদগুলো। মক্কা প্রদেশে অবস্থিত সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের শাখা থেকে জানানো হয়, সব মসজিদ মুসুল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে।

আরও জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মসজিদে আসতে বলা হয়েছে। এ ছাড়াও কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে যেমন- প্রত্যকের জন্য আলাদা নামাজের পাটি, সারিগুলির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা, পাশাপাশি মুসল্লিদের বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করা।

মন্ত্রণালয়ের নির্ধারিত সতর্কতা,মসজিদগুলো খুলে দেয়ার জন্য কর্তৃপক্ষেকে সহায়তা করতে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক দল উদ্যোগ নিয়েছে। এর আগে গত ৩১ মে খুলে দেয়া হয়েছিল মদিনার মসজিদুল নববীসহ সৌদির অন্য অঞ্চলের সব মসজিদ।

উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ১৮ মার্চ থেকে সৌদি আরব মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছিল।

17 June 2020

করোনা ভাইরাস:গত একদিনে শনাক্তের সংখ্যা-৪০০৮ জন , মৃত্যু-৪৩ জনের।


বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৪০০৮ জন নতুন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এ সময়ের মধ্যে বাংলাদেশে আরও ৪৩জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০৫ জনে।
আর করোনাভাইরাসে আক্রান্তদের মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮,৪৮৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন

16 June 2020

করোনা ভাইরাসে দেশে আক্রান্ত ও মৃত্যুতে আগের সব রেকর্ড ভেঙে গেলো

মহামারি নভেল করোনা ভাইরাসে দেশে আরও একবার আক্রান্ত ও মৃত্যুতে আগের সব রেকর্ড ভেঙে গেলো। গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ৮৬২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯৪ হাজার ৪৮১ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৪ শতাংশ। 

কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। দেশে এখন করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ জনে।

মঙ্গলবার (১৬ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৪০৩টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২১৪টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ।’

15 June 2020

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৮ জনের মৃত্যু। নতুন শনাক্ত ৩ হাজার ৯৯ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। গতকাল রবিবারের চেয়ে আজ সোমবার ৪২ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩,১৪১ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়ালো ৯০,৬১৯ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের।
আজ সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
আপনার সুরক্ষা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত গোটা বিশ্ব। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৩৫ হাজার প্রায়। তবে ৪১ লাখ ৩৪ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।

14 June 2020

গত ২৪ ঘণ্টায় ৩,১৪১ জন শনাক্ত, ৩২ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩,১৪১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১,১৭১ জনে।
মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭,৫২০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন ১৪,৫০৫ টি নমুনা পরীক্ষা করে এই রোগীদের শনাক্ত করা হয়েছে।
এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯০৩ জন।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের ১৮৮টি দেশ বা অঞ্চলের ৭৭ লাখ ৮৯ হাজার ২৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ১৭৩ জনের।

ক’রোনা ভাইরাসে আ’ক্রান্ত ছিলেন ধ’র্ম প্রতিমন্ত্রী!

সদ্যপ্রয়াত ধ’র্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্ম’দ আব্দু’ল্লাহ ক’রোনাভা’ইরাস আ’ক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষায় দেহে ক’রোনাভা’ইরাসের সং’ক্রমণ শ’নাক্ত হয়েছে। ধ’র্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক’র্তা মোহাম্ম’দ আনোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ধ’র্ম প্রতিমন্ত্রীকে গোপালগঞ্জ জে’লায় নিজ গ্রামে দা’ফন করা হবে। শনিবার রাত পৌনে ১২টায় শেখ মো. আবদু’ল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ই’ন্তেকাল করেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক’র্তা জানান, বাসায় অ’সুস্থ হয়ে পড়লে তাকে রাত সাড়ে ১০টার দিকে সিএমএইচে নেওয়া হয়। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। রাত পৌনে ১২টার দিকে তাকে চিকিৎসকরা মৃ’ত ঘোষণা করেন।
তিনি ডায়াবেটিকসহ নানা রোগে আ’ক্রান্ত ছিলেন। তবে মৃ’ত্যুর পর তার নমুনা নিয়ে কোভিড-১৯ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রবিবার সকালে সেই ফলাফল পজিটিভ এসেছে।
আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করলে ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় ধ’র্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শেখ আবদু’ল্লাহ।
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি ছিলেন তিনি। ওই এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তিনিই তত্ত্বাবধান করতেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে একাধিকবার ধ’র্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে শনিবার সকালে মা’রা যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্ম’দ নাসিম। একদিনে দুই কেন্দ্রীয় নেতার মৃ’ত্যুতে দলের নেতাকর্মীরা শোকে মুহ্যমান।

করোনামুক্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

করোনামুক্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে  নিশ্চিত করেন গণস্বাস্থ্য কিট উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল।
তিনি বলেন, ডা. জাফরুল্লাহ করোনামুক্ত। উনি ভাইরাস নেগেটিভ এবং এন্টিবডি পজিটিভ। হাসপাতাল থেকে তাকে গতকাল বাসায় পাঠানো হয়েছে।
গেল ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই ফলাফল আসে।

13 June 2020

করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,৮৬৫ জনের মধ্যে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এর ফলে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চীনে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ২২৮ জন। আর বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৬, ৬৩৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

হজ হবে সীমিত মুসল্লি নিয়ে অথবা হজ বাতিল হতে পারে এমন ইঙ্গিত করলেন-সৌদি সরকারের


বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থায় নিরাপত্তার কথা চিন্তা করে মুসলিমদের প্রধান ধর্মীয় আয়োজন হজ বন্ধ রাখার ইঙ্গিত দিয়েছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ আশঙ্কা প্রকাশ করে আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন। শুক্রবার (১২ জুন) যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে করেছে। 

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, হজ পালন বা বাতিল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সার্বিক দিক অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে সৌদি সরকার। আর আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কমসংখ্যক মুসল্লি নিয়ে এবারের হজ আয়োজনের একটি প্রস্তাব আমাদের কাছে এসেছে। সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই সবার আগে স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয় গুরুত্ব দেওয়া হবে।

করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকলে এ বছর  হজ পালন নিয়ে শঙ্কা তৈরি হয়। হজের আর দেড় মাসের কিছু বেশি সময় বাকি থাকলেও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি সৌদি সরকার। 

তবে গত সপ্তাহেই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এ বছর সীমিত পরিসরে হজ পালনের অনুমতি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে স্বাভাবিক সময়ের তুলনায় ২০ শতাংশ মানুষ হজের অনুমতি পাবেন।

সৌদি সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিতে পারলেও মালয়েশিয়া জানিয়ে দিয়েছে, তাদের দেশ থেকে কাউকে হজ পালন করতে পাঠানো হবে না। আরব নিউজের এক খবরে বলা হয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ নিয়ে মালয়েশিয়ান হজ পিলগ্রিমস ফান্ড বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইন্দোনেশিয়া, ব্রুনেই ও সিঙ্গাপুরও একই সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সৌদি সরকার সীমিত পরিসরে হজের সিদ্ধান্ত নিলে এ বছর হয়তো ৫ লাখ মানুষ হজের অনুমতি পেতে পারেন। তবে সেক্ষেত্রেও রয়েছে শর্ত দেয়া হবে— বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থরা হজের অনুমতি পাবেন না। যারা হজ পালন করবেন, তাদেরও কঠোর স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আর যেসব দেশে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেশি, সেসব দেশের কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হবে না।

করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে থাকলে বাদ পড়েনি সৌদি আরবও। সংক্রমণ ঠেকাতে মার্চের শুরুতেই বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব আয়োজন নিষিদ্ধ করা হয়। বাতিল করা হয় আন্তর্জাতিক ফ্লাইটও। 

এত উদ্যোগের পরেও দেশটিতে সংক্রমণ বেড়েই চলেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার মধ্যরাত পর্যন্ত এই সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৯৪২। দেশটিতে ৮৯৩ জন মারা গেছেন এই ভাইরাসে সংক্রমিত হয়ে।

পবিত্র হজ পালনে সৌদি আরব যেতে বাংলাদেশের ৬৫ হাজার ৫১২ জন মুসল্লি নিবন্ধন শেষ করে অপেক্ষায় রয়েছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সৌদি সরকার যে সিদ্ধান্ত জানাবে, তারা সে অনুযায়ী ব্যবস্থা নেনে।