11 June 2020

গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩১৮৭

  করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ১৮৭ জন শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ হাজার ৫২ জন। শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন।  শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। দেশে এখন করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯ জনে।

বৃহস্পতিবার (১১ জুন) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ১১৪টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৭৭২টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৩৩২টি নমুনা।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে এখন মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ১৬ হাজার ৭৪৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪৬ শতাংশ।’