25 October 2020

সালাম নিয়ে বিতর্কিত মন্তব্য দেওয়ার কারনেঃ অধ্যাপক জিয়ার বিরুদ্ধে দুই মামলা

 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক জিয়া রহমান সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন। তিনি এক টেলিভিশনের টক শোতে 'আসসালামু আলাইকুম' ও 'আল্লাহ হাফেজ' বলাকে জঙ্গিবাদের চর্চা হিসেবে তুলে ধরেন।  এমনই মন্তব্যে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। 

রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি  দায়ের করা হয়েছে।

মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসান সম্পাদক মুহম্মদ মাহবুব আলম একটি এবং ইমরুল হাসান নামে এক আইনজীবী অপর একটি মামলা দায়েরের আবেদন করেন। এ সময় ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য রেখে দেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, 'আসসালামু আলাইকুম' বলা ও 'আল্লাহ হাফেজ' বলাকে গর্হিত, নিন্দনীয়, জঘন্য ব্যাখ্যা করেন অধ্যাপক জিয়া রহমান। এসবকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করেন তিনি।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলের 'উপসংহার' নামক টক শোতে 'ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ' বিষয়ক আলোচনায় মুসলিমদের শুদ্ধ উচ্চারণে 'আসসালামু আলাইকুম' বলা ও 'আল্লাহ হাফেজ' বলাকে গর্হিত, নিন্দনীয়, জঘন্য ব্যাখ্যা করেন অধ্যাপক জিয়া রহমান।