01 October 2020

করোনা কেড়ে নিল আরও ২১ প্রাণ, আক্রান্ত ১৫০৮

 


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২৭২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া নতুন করে ১ হাজার ৫০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন।


বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের ১০৮টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪০৪টি। এতে ১ হাজার ৫০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা বিবেচনায় শাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮ দশমিক ৬৩ শতাংশ। মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও ৫ জন নারী।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। 

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ১৫তম স্থানে আছে বাংলাদেশ। মৃতের সংখ্যা দিক থেকে আছে ২৯তম অবস্থানে। 

এ পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ।